সাগর আনোয়ার ও হুমায়ুন কবির আকাশ
নতুন বার্তা ডটকম
নতুন বার্তা ডটকম
ঢাকা: বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত বলেছেন,
“শাহবাগের এ গণজাগরণ এ আর আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এখন দ্বিতীয়
মুক্তিযুদ্ধ। এ যুদ্ধে পরাজয়ের কোনো সুযোগ নেই।”
রোববার রাত ১০টার দিকে শাহবাগের প্রজন্ম চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সংহতি প্রকাশ কালে তিনি এ কথা বলেন।
বারকাত বলেন, “জামায়াত-শিবিরের ১০ হাজার জঙ্গি এখন ঢাকামুখী। তারা দেশকে পাকিস্তান বানানোর নীল নকশা করছে। আমাদের সতর্ক থাকতে হবে। আজ রাতেও যেকোনো রাজীবকে হয়তো ওরা মেরে ফেলতে পারে। কিন্তু এ আন্দোলন ওরা বন্ধ করতে পারবে না।”
আবুল বারকাত বলেন, “আমাদের তিনটি দাবি স্পষ্ট। যুদ্ধাপরাধীদের ফাঁসি, জামায়াত-শিবির নিষিদ্ধ ও মৌলবাদীদের প্রতিষ্ঠান বর্জন। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নুর এমপি বলেন, “এক রাজীবকে হত্যা করে ওরা (জামায়াত শিবির) ভেবেছিল শাহবাগ থেমে যাবে। যেমনটি ভেবেছিল ২৫ মার্চ গণহত্যার পর। কিন্তু না, ২৫ শে মার্চের পর বাঙালি যেমন গর্জে ওঠেছিল। শহীদ রাজীব তেমনি আমাদের সংগ্রামের পথে অনুপ্রাণিত করছে।”
আরো সংহতি জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাছির উদ্দিন ইউসুফ বাচ্চু প্রমুখ।
নতুন বার্তা/এইচকেএ/এইচএস
Copy :
http://www.natunbarta.com/national/2013/02/17/11978/cfb5438cf797221199157823f3b684a3
রোববার রাত ১০টার দিকে শাহবাগের প্রজন্ম চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সংহতি প্রকাশ কালে তিনি এ কথা বলেন।
বারকাত বলেন, “জামায়াত-শিবিরের ১০ হাজার জঙ্গি এখন ঢাকামুখী। তারা দেশকে পাকিস্তান বানানোর নীল নকশা করছে। আমাদের সতর্ক থাকতে হবে। আজ রাতেও যেকোনো রাজীবকে হয়তো ওরা মেরে ফেলতে পারে। কিন্তু এ আন্দোলন ওরা বন্ধ করতে পারবে না।”
আবুল বারকাত বলেন, “আমাদের তিনটি দাবি স্পষ্ট। যুদ্ধাপরাধীদের ফাঁসি, জামায়াত-শিবির নিষিদ্ধ ও মৌলবাদীদের প্রতিষ্ঠান বর্জন। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নুর এমপি বলেন, “এক রাজীবকে হত্যা করে ওরা (জামায়াত শিবির) ভেবেছিল শাহবাগ থেমে যাবে। যেমনটি ভেবেছিল ২৫ মার্চ গণহত্যার পর। কিন্তু না, ২৫ শে মার্চের পর বাঙালি যেমন গর্জে ওঠেছিল। শহীদ রাজীব তেমনি আমাদের সংগ্রামের পথে অনুপ্রাণিত করছে।”
আরো সংহতি জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাছির উদ্দিন ইউসুফ বাচ্চু প্রমুখ।
নতুন বার্তা/এইচকেএ/এইচএস
Copy :
http://www.natunbarta.com/national/2013/02/17/11978/cfb5438cf797221199157823f3b684a3
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন