কার্টুনিস্ট তারিকুল ইসলাম শান্ত
কার্টুনিস্ট তারিকুল ইসলাম শান্ত আজ মারা গেলেন তার লাস্ট ফেসবুক স্ট্যাটাস
"কারবালায় ইমাম হোসেন (রঃ) নিশ্চিত মৃত্যু জেনেও অন্যায়ের সাথে আপোস
করেননি । দীর্ঘ ভাষণ দিয়ে বলেছেন, ইয়াজিদের ইসলাম প্রক্রত ইসলাম নয়, তাতে
ইয়াজিদের দল কর্নপাত করেনি। আমাদের প্রিয় নবীজি (সঃ) এর প্রিয় দৌহিত্র
ইমাম হোসেন (রঃ)কে হত্যা করে ভয়ঙ্কর ইসলামপন্থীরা, উনার শিরঃচ্ছেদ করার সময়
ইমাম তাগাদা দিয়ে বলে তাড়াতাড়ি করো নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, স্বয়ং
নবীজি(সঃ) এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন(রঃ) পর্জন্ত ভয়ংকর ইসলামপন্থীদের
হাত থেকে রক্ষা পাননি। আফসোস , ভয়ংকর ইসলামপন্থীদের কাছে প্রক্রত
ইসলামপন্থীরা আজো জিম্মি। - "
তিনি সেই ভন্ডদের বিরুদ্ধে যুদ্ধ
করতে করতেই মারা গেলেন , আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুন এবং সকল গুনাহ মাফ
করুন। উনাকে যেসব জামাত শিবির মুনাফিকের দল নাস্তিক বলছে তাদের ধবংস করুন ,
আমীন
Copy :
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন