রাজাকারের ফাঁসির দাবি
ব্লগার
সংগঠনের উদ্যোগে তরুণ সমাজ রাজাকারের ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছে।
প্রতিটি প্রগতিশীল ও দেশপ্রেমিকের একটাই দাবি, রাজাকারের ফাঁসি চাই। এই সব
তরুণ ব্লগারের প্রতি অনুরোধ ফাঁসির দাবিতে রাজপথ দখল করতে গিয়ে অনলাইন পথের
কথা ভুলে যাবেন না। রাজপথের পাশাপাশি অনলাইনও দখলে রাখতে হবে। বিভিন্ন
পেইজ, গ্রুপ থেকে আন্দোলনকারীদের নামে কুৎসা রটানো হচ্ছে। তাদেরকে গাজাখোর,
পতীতা বলে সম্বোধন করা হচ্ছে। তাদেরকে ইসলামের শত্রু বলা হচ্ছে। এইআন্দোলন
বাম ও লীগের আন্দোলন বলে বিভ্রান্তিছড়ানো হচ্ছে। আসুন আমরা এই সব
বিভ্রান্তীকারীদ ের মোকাবেলা করি। এই দুইদিনে তারা অনলাইনে প্রচুর
মিথ্যাকথা রটাচ্ছে। অনলাইনে তাদের শক্তি প্রদর্শন করছে। কাউকে কাউকে হুমকি
দিচ্ছে। আসুন সকলে একতাবদ্ধ হয়ে অনলাইন থেকে তাদের বিতাড়িত করি। চিৎকার করে
বলি, রাজাকার মুক্ত বাঙলাদেশ চাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন