রাজাকারের বিচার চাই
ঐ বাঙ্গালি, তুই ভুললি কি তোর শোক?
আজ খুনি বাঁচাতে জড় হয় কত লোক!
ভুললি কি তুই সেদিনের কথা?
রক্তে রাঙ্গানো বিজয়ের গাঁথা?
ভাইয়ের রক্ত, বোনের দেহ,
আল-বদরের জাতিদ্রোহ,
এই নিয়ে সেই মুক্তির গান।
১৬ ডিসেম্বর চির অম্লান।
লাখো মা হল সন্তানহারা,
নারী হল বস্ত্রহীনা, পাকবাহিনীর দ্বারা।
সাথে ছিল কত রাজাকার।
কানে বাজে আজও সেই হাহাকার।
হয়নি বিচার ওই ঘৃণ্য অপরাধীর।
বাঙ্গালি আজ বিচারের তরে অধীর।
হাতে হাত রেখে জাগো সব প্রাণ,
দলমত ভুলে তোল নতুন শ্লোগানঃ
“এক হও সব বাংলাদেশি
খুনি রাজাকারের হবেই ফাঁসি।”
দেশ ও জাতির মঙ্গল চাইলে আসুন যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্নের মধ্য দিয়ে জাতিকে কলংক মুক্ত করে সকলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ি।
ঐ বাঙ্গালি, তুই ভুললি কি তোর শোক?
আজ খুনি বাঁচাতে জড় হয় কত লোক!
ভুললি কি তুই সেদিনের কথা?
রক্তে রাঙ্গানো বিজয়ের গাঁথা?
ভাইয়ের রক্ত, বোনের দেহ,
আল-বদরের জাতিদ্রোহ,
এই নিয়ে সেই মুক্তির গান।
১৬ ডিসেম্বর চির অম্লান।
লাখো মা হল সন্তানহারা,
নারী হল বস্ত্রহীনা, পাকবাহিনীর দ্বারা।
সাথে ছিল কত রাজাকার।
কানে বাজে আজও সেই হাহাকার।
হয়নি বিচার ওই ঘৃণ্য অপরাধীর।
বাঙ্গালি আজ বিচারের তরে অধীর।
হাতে হাত রেখে জাগো সব প্রাণ,
দলমত ভুলে তোল নতুন শ্লোগানঃ
“এক হও সব বাংলাদেশি
খুনি রাজাকারের হবেই ফাঁসি।”
দেশ ও জাতির মঙ্গল চাইলে আসুন যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্নের মধ্য দিয়ে জাতিকে কলংক মুক্ত করে সকলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন