বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৩

আমি আবার যুদ্ধে যাবো।

মুক্তিযোদ্ধাদের কাছথেকে এইসব কথা শোনার পর চোখের জল আটকানো আসলেই কঠিন...

ট্রাইব্যুনালে রায় শুনতে আসা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন বলে ওঠেন, 'বরং আমরা যাঁরা মুক্তিযুদ্ধ করেছি, তাঁদেরকেই ফাঁসিতে ঝোলান।'
সংহতি জানিয়ে মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম বাবলু বলেন, "আর একটি নতুন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। এ মুক্তিযুদ্ধ শেষ করেই ঘরে ফিরবো। তার আগে নয়।" তিনি বলেন, "আমি আবার যুদ্ধে যাবো। আবার লড়াই করবো। আপনারা এ জায়গা ছাড়বেন না।"


Copy : Ф.М.Ашикул Алам


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন