আমি ৫২-র ভাষা আন্দোলন দেখিনি,
৭১ এর মুক্তিযুদ্ধ দেখিনি,
দেখিনি ৯০ এর গণ অভোরথান......
কিন্তু দেখেছি ২০১৩ এর শাহবাগ মোড়,
দেখেছি ঐক্যবদ্ধ বাঙ্গালীর জনস্রোত,
শুনেছি আজ সেই যুদ্ধের দামামা,
নরপিচাশ তোরা আজ আর পার পাবি না ।
সরকার যখানে অচল,
বিরোধী দল যখন পিচাশের দোসর,
বিচারের মানদন্ড যখন ভীত....
তখন জেগেছে জনতা,
যারা দেশমাতৃকাকে রক্ষা করেছিল বারংবার,
ভয় পেও না মা, আজ জেগেছে তোমার সন্তানেরা.....
তাই তো সবাই বলে-
"একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার,
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার ।।"
Copy : Hm Adnan
৭১ এর মুক্তিযুদ্ধ দেখিনি,
দেখিনি ৯০ এর গণ অভোরথান......
কিন্তু দেখেছি ২০১৩ এর শাহবাগ মোড়,
দেখেছি ঐক্যবদ্ধ বাঙ্গালীর জনস্রোত,
শুনেছি আজ সেই যুদ্ধের দামামা,
নরপিচাশ তোরা আজ আর পার পাবি না ।
সরকার যখানে অচল,
বিরোধী দল যখন পিচাশের দোসর,
বিচারের মানদন্ড যখন ভীত....
তখন জেগেছে জনতা,
যারা দেশমাতৃকাকে রক্ষা করেছিল বারংবার,
ভয় পেও না মা, আজ জেগেছে তোমার সন্তানেরা.....
তাই তো সবাই বলে-
"একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার,
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার ।।"
Copy : Hm Adnan
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন