বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৩

একটি গুরুত্বপূর্ণ ম্যাসেজ।

একটি গুরুত্বপূর্ণ ম্যাসেজ। ছড়িয়ে দিন সবখানে। কিছু টিভি চ্যানেল অনেক বিতর্কিত ব্লগার যেমন আসিফ মহিউদ্দীন, ফারুক ওয়াসিফের
স্বাক্ষাতকার নিয়ে আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। এরা আন্দোলনের উদ্যোক্তা নন তাই আন্দোলনকারীদের কন্ঠস্বরও নন। টিভিতে তারা যে বক্তব্য দিচ্ছেন তা তাদের ব্যক্তিগত মত মাত্র। আমাদের একদাবী, যুদ্ধাপরাধীদের ফাঁসী। সরকার পতন বা বিরোধীদলের মুন্ডুপাত নয়। আর একই সাথে বিএনপির গয়েশ্বর চন্দ্র যেভাবে আন্দোলনকারীদের আওয়ামীলীগ উপাধী দিয়েছেন তারও নিন্দা জানাই। এখানে যে লাখো মানুষ এসেছেন তারা সবাই নিজ দায়িত্ব বোধ থেকে এসেছেন, কোনো দলের লেজ ধরে নয়। তাই বিভ্রান্ত না হবার অনুরোধ জানাবো সবাইকে।


Copy: টিনের চালে কাক, আমিতো অবাক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন