রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৩

ব্লগে এক যুদ্ধাপরাধী-কন্যার বিষাক্ত বিচরণ : পিতার কৃতকর্মের জন্য অনুতপ্ত হোন







১৯৭১ সালে ইসলামী ছাত্রসংঘ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি আবু তাহের ছিলো ফ্যাসিস্ট আলবদর বাহিনীর কুখ্যাত সংগঠক। তার নেতৃত্বে চট্টগ্রামের নন্দনকাননস্থ 'ডালিম ভবন' এ স্থাপিত হয় চট্টগ্রাম শহরের অন্যতম মূল নির্যাতন ও হত্যাকেন্দ্র। রাজনৈতিক নেতাকর্মী, মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষসহ স্বাধীনতা প্রত্যাশী মানুষকে ২০-২২টি কক্ষে আটকে রেখে অমানুষিক নির্যাতন চালানো হতো। প্রতিটি পাড়ার ইসলামী ছাত্র সংঘের গোয়েন্দারা রিপোর্ট পাঠাতো আর রাতে বাড়ি ঘেরাও করে আলবদর বাহিনী ডালিম হোটেলে নিয়ে আসতো সাধারণ মানুষকে। লিস্ট অনুযায়ী তৈরি হতো তাদের জন্য আলাদা আলাদা ফাইল। ফাইল অনুযায়ী নির্যাতন চলতো।

ওই যুদ্ধাপরাধী ৩০ সেপ্টেম্বর '৭১ এ ইসলামী ছাত্রসংঘের (বর্তমানে ইসলামী ছাত্রশিবির) বার্ষিক সম্মেলনে যোগদানের নামে পাকিস্তানে গিয়ে গণহত্যা, ধর্ষণ ও লুটপাটের সহি তালিম নিয়ে আসে। পাকিস্তানী হানাদারদের পদলেহী এ শয়তান '৭১ এর ১১ ডিসেম্বর চট্টগ্রাম জামাত আহূত 'হিন্দুস্তান খতম কর' দিবসের প্রতি সমর্থন জানিয়ে দৈনিক আজাদীতে প্রদত্ত এক বিবৃতিতে মুক্তিযোদ্ধাদের ভারতের দালাল আখ্যায়িত করে তাদের খতম করার মাধ্যমে পাকিস্তান রক্ষার আহবান জানায়।

কুখ্যাত এই যুদ্ধাপরাধী দীর্ঘদিন চট্টগ্রাম মহানগর জামাতের আমীর ছিল। বর্তমানে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের অন্যতম উদ্যোক্তা। উল্লেখ্য, তার এক কন্যা ব্লগে দীর্ঘদিন ধরে যুদ্ধাপরাধীদের সপক্ষে সুকৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা তাকে তার পিতার কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়ার আহবান জানাই।

কৃতজ্ঞতা
নাম না জানা সেই ব্লগারের প্রতি কৃতজ্ঞতা রইল, যিনি বই ও দৈনিক সংগ্রামের পেপার কাটিং এবং অন্যান্য তথ্য সরবরাহ করেছেন আমাকে।


সংশ্লিষ্ট ব্লগারের সেই পোস্ট, যাতে মুক্তিযোদ্ধাদের গালি দেয়া নিয়ে গর্ব করা হয়েছিলো।


(আর্কাইভ ডট অর্গ থেকে, লোড হতে একটু সময় লাগবে, তবে আসল চেহারা বেরুতে সময় লাগবেনা একটুও)। উদ্ধৃতি দেই,

" ওয়ামী একজন মানুষ। তার পিতার যুদ্ধাপরাধ এখনো আইনের দৃষ্টিতে প্রমানিত নয়। তিনি খুব ঠান্ডা মাথার বলেই হয়তো শুধু মাত্র একলাইনে বলেছেন “কুকুরের কাজ কুকুর করেছে”। যারা একজন সিভিলকে একলা পেয়ে সম্পূর্ন আইন-বিরোধী এবং বার্বারিকভাবে আক্রমন করে তারাতো কুকুরের চেয়েও জঘন্য। পিতার উপর আক্রমনকারীকে তাই ওয়ামী কুকুর বলে অনেক বেশী নরম ভাষা ব্যবহার করে ফেলেছেন আসলে।"


ফলেনু পরিচয়তি -- ফলেই পরিচয়।

কপি পেস্ট ফ্রম ফিউশন ফাইভ'স পোস্ট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন