রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৩

জামায়াত-শিবিরের প্রতিষ্ঠান বর্জনে ‘স্লোগান ৭১’


1 / 1
একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর মালিকাধীন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রতিরোধের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রীক সংগঠন স্লোগান’৭১।

শনিবার রাতে সংগঠনটির সভাপতি দেলোয়ার হোসেন রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা গতকাল থেকেই এই প্রচারণা শুরু করেছিলাম। কিন্তু আজ এসে এটা বিস্তৃত করেছি। গোছানো একটি তালিকা সম্বলিত প্রচারপত্র আমরা ছড়িয়ে দিচ্ছি।”
ওই প্রচারপত্রে বলা হয়েছে, ৭১ এ যদি কিশোরও হতাম, যুদ্ধে যেতাম; এই দায়বোধ যদি থাকে অনুভবে। আসুন খুঁজে বের করি সেইসব পশুদের যারা কেড়ে নিয়েছিলো ৩০ লক্ষ প্রাণ। দেশকে যদি মা বলে ডাক দেই, সেই মায়ের কসম, প্রতিরোধে স্বোচ্চার হই এখনই। যতই রঙ বদলাক লোভে পড়ে যেন চিনতে ভুল না করি। খুঁজে বের করি সেই রাজাকারের নতুন চেহারা। সর্বত্র প্রতিরোধ করি যে কোন কিছুর বিনিময়ে।
'ন্যায় যুদ্ধে বাঙালি' এ স্লোগান নিয়ে ২০০৯ সালের ১ জানুয়ারি এ সংগঠনের যাত্রা শুরু হয়েছিল।
সংগঠনের প্রচারপত্রের বক্তব্য অনুযায়ী ইসলামী ব্যাংক এবং ফাউন্ডেশনের অধীনে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। এর মাঝে ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, কমুউনিটি হাসপাতাল, মনোরোম, ইসলামী ব্যাংক ক্রাফট অ্যান্ড ফ্যাশন, ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ,  ইসলামী ব্যাংক ফিজিওথেরাপি অ্যান্ড ডিজ্যাবল রিহ্যাবিলিটেশন সেন্টার, সেন্টার ফর ডেভেলপমেন্ট ডায়লগ, বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে।
এছাড়া ইবনে সিনা ট্রাস্টের অধীনে রয়েছে, ইবনে সিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইবনে সিনা ডায়গোনোস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার।
গত বিজয় দিবসে ৪৫ ফুট দৈর্ঘ্য ও ২৬ ফুট প্রস্থের একটি জাতীয় পতাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উড়িয়েছিল স্লোগান ৭১ নামে এই সাংস্কৃতিক সংগঠনটি। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত হয়ে শুরু থেকেই কাজ করে যাচ্ছে তারা।
সংগঠনটির প্রচারপত্রে জামায়াত-শিবির নিয়ন্ত্রিত ও মালিকাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখ করা হয়েছে, কোরাল রীফ, মিশন ডেভেলাপারস, বিশ্বাস বিল্ডার্স, কেয়ারি, ইনটিমেট হাউজিং, সোনারগাঁ হাউজিং। কেয়ারি গ্রুপ (সেন্টমার্টিন যেতে কেয়ারি সিন্দবাদ নামের ফেরি জাহাজ), কেয়ারি প্লাজা, কেয়ারি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস্, বিডি ফুড, ইয়ুথ গ্রুপ, মেট্রো শপিং সেন্টার, রিয়েল এস্টেট মিশন গ্রুপ, সিলেটের আল-হামরা শপিং সেন্টারের নাম
ব্যাংক, বীমা ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কো. লি., ইসলামী ইন্সুরেন্স কো. লি, ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামী ইন্সুরেন্স কো. লি., তাকাফুল ইসলামী লাইফ ইন্সুরেন্স।
অনাবিল, সৌদিয়া, আবাবিল, ছালছাবিল, পাঞ্জেরীও জামায়াতের মালিকানাধীন বলে ওই প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে। 
হাসপাতালগুলোর মধ্যে রয়েছে, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা, আদ-দ্বীন হাসপাতাল, ফুয়াদ-আল খতিব মেডিকেল ট্রাস্ট।
বেশকিছু সাংস্কৃতিক নেটওয়ার্ক/সংগঠনও রয়েছে জামায়াত ও শিবিরের।
স্লোগান ৭১-এর তালিকা অনুযায়ী এসবের মাঝে রয়েছে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, সাইমুম শিল্পীগোষ্ঠী, সিএনসি, বাংলা সাহিত্য পরিষদ, স্বদেশ সাংস্কৃতিক পরিষদ, উৎসঙ্গ সৃজন চিন্তন, মৃত্তিকা একাডেমী, শহীদ মালেক ফাউন্ডেশন, বিপরীত উচ্চারণ, পল্টন সাহিত্য পরিষদ, ফররুখ পরিষদ, চত্বর সাহিত্য পরিষদ, কিশোর কলম সাহিত্য পরিষদ, ফুলকুঁড়ি সাহিত্য পরিষদ, আল হেরা সাহিত্য পরিষদ, মাস্তুল সাহিত্য সংসদ, সম্মিলিত সাহিত্য-সাংস্কৃতিক সংসদ, স্পন্দন সাহিত্য পরিষদ, কবি সংসদ বাংলাদেশ, কবি আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য সংসদ, কানামাছি সাহিত্য পরিষদ, অনুশীলন সাহিত্য পরিষদ, পারফর্মিং আর্ট সেন্টার, সংগ্রাম সাহিত্য পরিষদ, উচ্ছ্বাস সাহিত্য সংসদ, ইসলামী সাহিত্য পরিষদ, দাবানল একাডেমী, মওদুদী রিসার্চ।
জামায়াত নিয়ন্ত্রিত কোচিং সেন্টারের মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং ‘ফোকাস’ মেডিকেলে ভর্তির জন্য ‘রেটিনা’, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য ‘কনক্রিট’, ‘কনসেপ্ট’ ও ‘অ্যাক্সিলেন্ট’, ওমেকা।
এ ছাড়া ইনডেক্স, রেডিয়াম, অপ্টিমাম, সাকসেস কোচিং সেন্টারের নামও তালিকায় রয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্দান ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি (আইআইইউসি), ঢাকার মানারত বিশ্ববিদ্যালয়, গ্রিন ইউনিভার্সিটিও জামায়াত-শিবির পরিচালিত বলে স্লোগান ৭১- এর প্রচারপত্রে দাবি করা হয়েছে।
এর বাইরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইহসান ট্রাস্ট, কিং ফয়সাল ইনস্টিটিউট, আল হেরা কিন্ডার গার্ডেন ইনস্টিটিউট অফ ইসলামিক হায়ার লার্নিং সোসাইটি, ফররুখ একাডেমি, কুমিল্লার আল-আমিন একাডেমি, মানারাত ইন্টারন্যাশনাল স্কুল, ইসলামী প্রি-ক্যাডেট স্কুল, লাইসিয়াম কিন্ডারগার্টেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ টেকনিক্যাল কলেজেও জামায়াতে ইসলামীর প্রত্যক্ষ সংশ্লিষ্টতা রয়েছে।
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মধ্যে দৈনিক নয়া দিগন্ত, দিগন্ত টেলিভিশন, সংগ্রাম, স্পন্দন অডিও ভিজুয়ালের নামও তালিকায় রয়েছে।
এছাড়া বিএনপির এক নেতার মালিকানাধীন তবে জামায়াতপন্থী সাংবাদিক দিয়ে পরিচালিত দৈনিক আমার দেশ পত্রিকা বর্জনের আহ্বান জানিয়েছে স্লোগান ৭১।
সাহিত্য কাগজের মধ্যে রয়েছে, ছাত্রকথা, কিশোর কথা, অন্ত্যমিল, উৎস, শেকড়, ডাকটিকিট, কানামাছি, ফুলকুঁড়ি, শীলন, চারুকথা, মৃত্তিকা, শিল্পকোণ, রেলগাছ, ইষ্টিকুটুম, নতুন কলম, সাহিত্য সমাচার, আল শিবির, সংস্কার, অহনা, ছোটরা, নিব, চুরুলিয়া, ফররুখ একাডেমী পত্রিকা, লাটাই, চট্টগ্রাম থেকে প্রকাশিত ঘুড়ি, ঘূর্ণি, বুনন, সত্যের আলো, মগবাজার, আল হেরা, নন্দন, স্পন্দন, বাংলা সাহিত্য পরিষদ পত্রিকা, সোনার বাংলা।
প্রকাশনা সংস্থার মধ্যে রয়েছে, পাঞ্জেরী, সিদ্দিকীয়া পাবলিকেশন্স, আধুনিক প্রকাশনী, প্রীতি প্রকাশন, কিশোর কণ্ঠ প্রকাশনী, ফুলকুঁড়ি প্রকাশনী, মিজান পাবলিকেশন্স, ইষ্টিকুটুম, আল্পনা প্রকাশনী, গণিত ফাউন্ডেশন, মদিনা পাবলিকেশন্স, প্রফেসর’স, কারেন্ট নিউজ, সাজ প্রকাশন, সৌরভ, সাহিত্যকাল, নবাঙ্কুর, সাহিত্যশিল্প, শিল্পকোণ, আযান, অনুশীলন, ফুলকলি, দিগন্ত, আল কোরআন ইত্যাদি।
স্লোগান ৭১ এর তালিকা অনুযায়ী বেশ কয়েকটি আন্তর্জাতিক এনজিওর জামায়াত-শিবির পরিচালিত।
এর মধ্যে রয়েছে, জাস্টিস কনসার্ন, ইশরা ইসলামিক ফাউন্ডেশন, ইশরাহুল মুসলেমিন, রাবিতা আল-আলম আল ইসলামী, আল হারামাইন ইসলামিক ফাউন্ডেশন, আল ফোরকান ফাউন্ডেশন, ফুয়াদ আল-খতিব ফাউন্ডেশন, সারভেন্টস অব সাফারিং হিউম্যানিটি ইন্টারন্যাশনাল, ইসলাহুল মুসলিমাইন, রিভাইভাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটি, আহলে হাদিস লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার, রাবেতা-তাওহিদ ট্রাস্ট, বেনাভোলেন্ট ট্রাস্ট, আল হারমাইন, কুয়েত চ্যারিট্যাবল ট্রাস্ট, ইসলামিক রিলিফ অ্যাজেন্সি, কুয়েত ইসলামিক অ্যাজেন্সি, মুসলিম এইড বাংলাদেশ, ইসলামিক এইড সমিতি, অ্যাসোসিয়েট অব মুসলিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
বাংলাদেশি এনজিও ও সমিতির মধ্যে রয়েছে, আদর্শ শিক্ষা পরিষদ, আদর্শ কুটির, অ্যাগ্রো ইন্ডস্ট্রিয়াল ট্রাস্ট, আল ফারুক সোসাইটি, আল ইনসান ফাউন্ডেশন, আল আমিন, আল মুদারাবা ফাউন্ডেশন লিমিটেড, আল মাজিদ সোসাইটি, আল ইনসান সুন্নি সমিতি, আল হারমাইন, আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ, অ্যাসোসিয়েশন ফর ওয়েলফেয়ার অব হিউম্যান সার্ভিসেস, অ্যাসোসিয়েশন অব মুসলিম ওয়েলফেয়ার অ্যাজেন্সি ইন বাংলাদেশ, বাইতুশ শরফ ফাউন্ডেশন লিমিটেড, সাথিয়া বাংলা পরিষদ, বাংলাদেশ কৃষি কল্যাণ সমিতি, ইনস্টিটিউট অব ইসলামিক ফ্রন্ট, সেন্টার অব হিউম্যান রাইটস, বাংলাদেশ মসজিদ পরিষদ, দারুল ইফতা, দারুস সালাম সোসাইটি, ধলেশ্বরি মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি, ইন্টারন্যাশনাল ইসলামিক রিলিফ অর্গানাইজেশন, আল ফারুক ইসলামিক ফাউন্ডেশন, ফয়সাল ইনভেস্টমেন্ট ফাউন্ডেশন, অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট, মানারাত ট্রাস্টও জামায়াত-শিবির পরিচালিত।



Copy :
http://bangla.bdnews24.com/bangladesh/article588778.bdnews

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন