রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৩

মানুষের দলে রাখতেই পারলাম না।

রমনা পার্ক দিয়ে রোজ সকালে জগিং করেন মাহমুদুর রহমান। একদিন সকালে দেখলেন এক টোকাই কয়েকটা ছোট ছোট কুকুরছানা নিয়ে বসে আছে।একেবারেই ছোট ছোট বাচ্চা, চোখও ফুটেনি এখনও। মাহমুদুর রহমান মজা করে বললেন ,' এ্যাই, তোর কুকুররা কোন পার্টি করে রে?'
ছেলেটি বলল, 'স্যার, আমাগো তো পার্টি নাই। এখন পাবলিকের একটাই পার্টি শাহবাগ পার্টি, এইগুলারেও শাহবাগ পার্টিতে ঢুকামু।'
মাহমুদুর রহমান হেসে বললেন, 'বলেছিলাম না, শাহবাগে সব কুকুরের বাচ্চা!'
কয়েকদিন পরে আবার মাহমুদুর রহমান আর ব্যারিস্টার আবদুর রাজ্জাক রমনা পার্কে আবার জগিং করছেন। মাহমুদুর রহমান দূর থেকে ঐ টোকাইকে আবারও দেখতে পেয়ে ব্যারিস্টার আবদুর রাজ্জাককে বললেন, 'আসেন, একটা মজার ব্যাপার দেখাই।'
কাছে গিয়ে তিনি আজও টোকাইকে জিজ্ঞেস করলেন, 'এই তোর কুত্তার বাচ্চাগুলো কোন পার্টি করে রে?'
টোকাই বলল, 'স্যার, জামাত-শিবির করে।' রাজ্জাকের মুখ শুকিয়ে গেল। মাহমুদুর রহমান রেগেমেগে বললেন, ' এ্যাই, তুই না বলেছিলি এগুলো শাহবাগের পার্টি করে?'
টোকাই বেজার মুখে বলল,' কী করব স্যার, শাহবাগ পার্টিতেই তো রাখতে চাইছিলাম। কিন্তু কুকুরের বাচ্চা তো, চোখ ফুটতেই নিজের পার্টি চিনে চলে গেছে, মানুষের দলে রাখতেই পারলাম না।'

Copy
-আরিফ জেবতিক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন